ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

সাভারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১১:০২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

‘স্বাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সাভার উপজেলা প্রশাসন এবং সাভার এনজিও সমন্বয় পরিষদের যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে থানা ষ্ট্যান্ড ঘুরে মহাসডকের উভয়পাশ প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৫ শতাধিক মানুষ স্বতঃস্ফুর্তভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: মো: এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির সভাপতি রোকেয়া হক, উপজেলা শিক্ষা অফিসার তাবশিয়া ইসলাম লিজা, সাভার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মাহফুজা খানম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা ও স্বাক্ষরতা মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও অংশগ্রহণের সুযোগ বাড়ায়। এছাড়া লক্ষ্য অর্জনে সহায়তার পাশাপাশি জ্ঞান ও সম্ভাবনা বিকাশে সহায়তা করে এবং বৃহৎ সামাজিক জীবনে অংশগ্রহণ করতে সহায়তা করে থাকে। তাই জাতিসংঘ এবং ইউনেস্কোর সদস্য হিসেবে সকল উন্নত এবং উন্নয়নশীল দেশ প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৮ সেপ্টেম্বরকে ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস’ উদযাপন করে থাকে।

বক্তারা আরও বলেন,সরকারি ও বেসরকারি সংস্থার উদ্যোগে শিক্ষার হার বৃদ্ধি করা, শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার পাশাপাশি বাংলাদেশকে ডিজিটাল প্রযুক্তি নির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে নিরক্ষরমুক্ত বাংলাদেশ বিনির্মাণসহ নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করা হলে দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব হবে।

র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,সাভার উপজেলা প্রাথমিক শিক্ষক এসোসিয়েশনের সভাপতি মো. আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পাটোয়ারীসহ বেসরকারী এনজিও ভার্ক, ব্র্যাক, এদেশ, সাস, বি.ওয়াই.এফ.সি, সূর্য্যের হাসি ক্লিনিক এবং ওয়াই.ডাব্লিও.সি.এ’র প্রতিনিধিবৃন্দ, সংবাদকর্মীসহ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

উল্লেখ্য, ১৯৬৫ সালে ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।


কেআই/ এমজে