নড়াইলে সড়ক-মহাসড়কেরই বেহাল দশা (ভিডিও)
প্রকাশিত : ০৯:০১ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৯:৫২ এএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
নড়াইলের বেশির ভাগ সড়ক-মহাসড়কেরই বেহাল দশা। অনেক সড়কেই বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন স্থানীয়রা। কোনো কোনো সড়ক বিগত তিন-চার বছর ধরে সংস্কারই হয়নি বলে দাবি করেছেন তারা।
নড়াইলে সড়ক ও জনপথের আওতায় প্রায় ১৭০কিলোমিটার সড়ক-মহাসড়ক রয়েছে। এসব সড়কে গত কয়েক বছর ধরেই সংস্কার হয়নি। নড়াইল-গোবরা-নওয়াপাড়া, নড়াইল-লোহাগড়া-ঢাকা, নড়াইল-যশোর-মাগুরা সড়কের বেশিরভাগ স্থানেই উঠে গেছে পিচ ও পাথর। সৃষ্টি হয়েছে এরকম বড় বড় গর্তের।
এলজিইডি’র অধীনে আছে ২হাজার ৯৫২কিলোমিটার গ্রামীণ সড়ক। সেগুলোর অবস্থা আরো খারাপ। তিন বছর ধরে সংস্কার না হওয়ায় লোহাগড়া-লাহুড়িয়া সড়কটির বেহাল দশা। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা।
আগামী ডিসেম্বরের মধ্যে সংস্কার করার আশ্বাস দিয়েছেন লোহাগড়ার পৌর মেয়র। আর সংস্কার কাজ করতে না পারার জন্য প্রয়োজনের তুলনায় বাজেট কম বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
সড়ক যোগাযোগে বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষতিসহ ধুলাবালিতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে জানান ভূক্তভোগীরা।