ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জাতির পিতাকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরুঃ মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ১৩ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৪:৪২ পিএম, ১৩ আগস্ট ২০১৬ শনিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘জঙ্গীবাদ সাম্প্রদায়িকতা ও রাষ্ট্রের করনীয়’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করছে। এছাড়া জাতীয় হিন্দু মহাজোটের নেতারা বলেন, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে অহিংসানীতি পরিহার করে সব ধর্মের মানুষকে ভালবাসতে হবে। সনাতন ধর্মের মানুষের বিভিন্ন সমস্যার জন্য ৫ টি সংগঠন ভেঙ্গে একটি সংগঠনকে শক্তিশালী করে সমস্যা সমাধানের কথাও বলেন বক্তারা।