ঐশ্বরিয়ার হাতে মেরিল স্ট্রিপ পুরস্কার
প্রকাশিত : ০৫:৩২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই মানেই যেন ভিন্ন রকমের উন্মাদনা। সাবেক এই বিশ্ব সুন্দরীর রূপ-লাবণ্যের জোয়ারে দোলা খায়নি এমন তরুণ খুঁজে পাওয়া দুস্কর। তবে বিয়ের পর পর্দায় তার উপস্থিতি কমে গেছে। তারপরও তিনি থাকেন ভক্তকুলের আগ্রহের শীর্ষে। এবার তিনি আলোচনায় এলেন নিজের ঝুলিতে আরও একটি পুরস্কার অর্জনের মাধ্যমে।
সম্প্রতি মেরিল স্ট্রিপ পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয় এই বলি তারকার। বলিউড এবং হলিউডের সেরা নারী শিল্পীদের সম্মানিত করতে উইফট এ পুরস্কার চালু করে। তবে বলিউডের চলচ্চিত্রে প্রথম অভিনেত্রী হিসেবে ঐশ্বরিয়া রাই এ সম্মান অর্জন করলেন।
গতকাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার প্রদান প্রতিষ্ঠান `উইফট` জানায়, দীর্ঘ সময়ের ক্যারিয়ারে সম্মানের সঙ্গে এখনও প্রাণবন্ত অভিনয়ের জন্য তাকে এমন সম্মানে ভূষিত করা হলো। ঐশ্বরিয়া ছাড়াও পরিচালনায় জয়া আক্তারকে ওয়াইলার অ্যাওয়ার্ড এবং `ধাধাক` খ্যাত অভিনেত্রী শ্রীদেবী তনয়া জাহ্নবী কাপুর উইফট নবাগত অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
/ এআর /