পরিবহনে বাড়তি সুবিধা জবির সান্ধ্যাকালীন শিক্ষার্থীদের
জবি সংবাদদাতা
প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৮:৪৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের পরিবহন সংকট থাকা সত্ত্বেও বেশি সুযোগ সুবিধা পাচ্ছে সান্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থীরা। একযুগ পার হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট কাটেনি। বিভিন্ন সময় শিক্ষার্থীরা পরিবহন সংকট নিয়ে আন্দোলন করে আসছে। তবুও শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত দাবি আদায় করতে পারিনি।
কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষার্থীদের চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করছেন পরিবহন খাতে। তারা নিয়মিত শিক্ষার্থীদের বাস ব্যবহার করছে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, নিয়মিত শিক্ষার্থীদের পরিবহন সংকট থাকা সত্ত্বেও সান্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থীদের আমাদের ব্যবহৃত বাস দেওয়া হয়েছে। এটা সত্যি অন্যায়।
তিনি আরও বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়মিত শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে হবে। সেই সঙ্গে তিনি শিক্ষার্থীদের পরিবহন সংকট দ্রুত সমাধান করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
নিয়মিত শিক্ষার্থীদের পরিবহন সান্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থীদের ব্যবহার করা প্রসঙ্গে জানতে চাইলে পরিবহন প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, কতৃপক্ষের নির্দেশে সপ্তাহে দুই দিন তাদের জন্য পরিবহন ব্যবস্থা হয়েছে। তাছাড়া নিয়মিত শিক্ষার্থীরা চাইলে ওই দিন বাস ব্যবহার করতে পারবে।
তিনি আরও বলেন, এখন আগের মতো পরিবহন সংকট নেই। আর কিছু দিনের মধ্যে নিয়মিত শিক্ষার্থীদের জন্য আরও তিনটি বাসের ব্যবস্থা করা হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, প্রশাসন আমাদের রেজিস্ট্রার দফতরের মাধ্যমে সান্ধ্যাকালীন শিক্ষার্থীদের জন্য পরিবহন দেওয়ার বিষয়ে কোন অনুমতি দেয়নি।
এসএইচ/