ভাষাসৈনিক কাজী রেজাই করিমের ১ম মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ০৮:২৭ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
ভাষা সৈনিক কাজী রেজাই করিম এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ (১০ সেপ্টেম্বর)। ক্যান্সারের সঙ্গে কয়েক মাস লড়ে ৮৫ বছর বয়সে তিনি গত বছরের এই দিনে ইন্তেকাল করেন।
তিনি কলকাতা বঙ্গীয় মুসলিম পরিষদের সদস্য ইয়াছিন কাজী সাহিত্যরত্নের কনিষ্ঠ পুত্র। ১৯৫২ সালে নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের ছাত্র কাজী রেজাই করিম ভাষা আন্দোলনের কর্মী হিসেবে গ্রেফতার হন। আজ বাদ আছর কাঁচপুর কাজী বাড়ীতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ আয়োজন হবে।
কাজী রেজাই করিমকে নিয়ে ইটিভির একটি প্রতিবেদন দেখুন-
এসএ/