রপ্তানি হচ্ছে ভোলার টুপি (ভিডিও)
প্রকাশিত : ১০:১২ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ১১:০৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
টুপি তৈরি করে ভাগ্য বদল হয়েছে ভোলার প্রায় ১০ হাজার দরিদ্র পরিবারের। তাদের বানানো টুপি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বিদেশের বাজারে সারাবছরই এখানকার টুপির চাহিদা রয়েছে বেশ। পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পের আরো প্রসার ঘটবে বলে মনে করেন কারিগররা।
রঙিন সুতো আর নকশার মিশেলে তৈরি হচ্ছে এক একটি টুপি। শিল্পীমনের সবটুকু মাধুরী দিয়ে কারিগরের নিপুন ছোঁয়ায় পরিপূর্ণতা পাচ্ছে টুপিগুলো।
কয়েক বছর আগেও আর্থিকভাবে অস্বচ্ছল ছিলেন ভোলার শহর ও গ্রামাঞ্চলের নারীরা। এখন পুরুষের পাশাপাশি অন্তত ১০ হাজার নারী টুপি কারিগর হিসেবে কাজ করছেন। সাড়ে ৩শ’ থেকে ৪শ’ টাকায় বিক্রি হচ্ছে একএকটি নকশি টুপি।
স্থানীয় এজেন্টরা তাদের কাছ থেকে টুপিগুলো নিয়ে বিক্রি করেন চট্টগ্রাম ও ফেনীর পাইকারদের কাছে। তারপর সেগুলো চলে যায় কাতার, কুয়েত, ওমানসহ মধ্যপ্রচ্যের বিভিন্ন দেশে।
টুপি কারিগরদের প্রশিক্ষণ দিয়ে এর প্রসার বাড়াতে সহযোগিতা করছে জেলা প্রশাসন।
প্রতিমাসে ভোলা থেকে প্রায় ৫ হাজার টুপি রপ্তানি হয় বিভিন্ন দেশে।