পদ্মার ভাঙ্গনে নদী পাড়ের বাসিন্দারা নিঃস্ব
প্রকাশিত : ১০:৪৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার তীব্র ভাঙ্গনে নিঃস্ব হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা। আশ্রয়হীনরা মানবেতরভাবে দিন কাটাচ্ছে। এক সপ্তাহে নদী গ্রাস করে নিয়েছে শতশত বাড়িঘর ও কয়েক হাজার একর ফসলি জমি। প্রতিদিনই বাড়ছে ভাঙ্গনের ব্যাপ্তি। ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে অনেক পরিবারকে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও ছোট ভাকলা ইউনিয়নের উত্তর ও দক্ষিণ কাউল জানি, ছোট জলচর, দেলুন্দিসহ অন্তত ১২ গ্রামে ক’দিন ধরে চলছে ভাঙ্গন। এরইমধ্যে পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে অনেকের বাড়িঘর-ফসলি জমি।
নদীর গ্রাসে সর্বস্ব হারিয়ে এখন তাদের আশ্রয় নিতে হয়েছে অন্যের জমিতে। বসবাস করছে ঝুপড়ি ঘরে।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। আশ্বাস দিয়েছেন ত্রাণ সহায়তার।
জেলা প্রশাসন বলছে, ভাঙ্গনরোধে দ্রুত ব্যবস্থা নেয়া জরুরী।
ভাঙ্গনে ঝুঁকিতে রয়েছে আছে অনেক স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার।