ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠলো ব্রাজিল

প্রকাশিত : ০৯:০৯ এএম, ১৪ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ০৯:১১ এএম, ১৪ আগস্ট ২০১৬ রবিবার

রিও অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠলো ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে স্বাগতিক ব্রাজিল। ১২ মিনিটে দলের প্রথম গোলটি করেন তারকা ফুটবলার নেইমার। প্রথমার্ধে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৮৩ মিনিটে ফরোয়ার্ড লুয়ান গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে নিশ্চিত করে ব্রাজিল।