মাদকের বলি মেয়ে, বর্ণনা করলেন টিভি উপস্থাপিকা
প্রকাশিত : ১১:১৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
মাদক যে কতবড় সর্বনাশ ডেকে আনতে পারে, তারই বর্ণনা করলেন এক টিভি উপস্থাপিক। নিজের মেয়ের করুণ মৃত্যুর বর্ণনা করলেন সিবিএস টেলিভিশনের উপস্থাপিকা অ্যাঞ্জেলা কেনেকে।
সিবিএস সংবাদমাধ্যমের সঙ্গে গত ২৯ বছর জড়িয়ে রয়েছেন তিনি। গত সপ্তাহে মেয়ের মৃত্যু সংবাদের কথা সকলকে জানিয়ে মাদকের ওভারডোজে কী অবস্থা হতে পারে তা সকলকে বোঝানোর চেষ্টা করেছেন নিজের সঞ্চালনার মধ্য দিয়ে।
স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত খবরে তিনি বলেন, আমরা বহু মাদক নিয়ে খবর পাই। এর বীভৎসতা এবার আমার ঘরে হানা দিয়েছে। আমার ব্যক্তিগত ক্ষতি করেছে। ১৬ মে আমি আমার ২১ বছর বয়সী মেয়ে এমিলিকে হারিয়েছি। আমার কাছে আচমকা পৃথিবীটা থমকে গিয়েছে। এখানেই না থেমে অ্যাঞ্জেলা বলেছেন, আমার পরিবারের কেউ এর শিকার হোক তা কোনওদিনই ভাবতে পারিনি। কেউই পারেনা। আমার সুন্দর, প্রতিভাবান মেয়েকে হারানোর বিকল্প কিছু হতে পারে না।
প্রসঙ্গত, ২১ বছরের অ্যাঞ্জেলা মাদকের ওভারডোজের কারণে ১৬ মে মারা যান। মেয়ে যে মরণ নেশা ধরেছে তা তিনি জানতেন না বলে অ্যাঞ্জেলা জানিয়েছেন। এখন মেয়ের মারা যাওয়ার পর নিজে এগিয়ে এসে মাদকের বিরুদ্ধে প্রচারণায় নামারও কথা বলেন তিনি।
এমজে/