ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

‘অতীতের মতো আগামী নির্বাচনেও কোনও সমস্যা হবে না’ 

প্রকাশিত : ১২:০২ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে গত ১০ বছরে বহু নির্বাচন হয়েছে। কোথাও কোনও সমস্যা হয়নি। আগামী নির্বাচনেও কোনও সমস্যা হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই তাদের দক্ষতা প্রমাণ করবে।’

সোমবার (১০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর শেরেবাংলা নগর থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।    

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আগামী নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে। নির্বাচন কমিশন তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘পুলিশ বাহিনীকে আধুনিক করতে আওয়ামী লীগ সরকার কাজ করছে। আগামী ৫০ বছর পর পুলিশের আধুনিকায়ন কেমন হবে, তা এখনই ভাবা হচ্ছে। বিভিন্ন স্থানে জরাজীর্ণ থানা ভবন শনাক্ত করে সেগুলোকে আধুনিকভাবে রূপ দিচ্ছে। এতে সাধারণ মানুষও উন্নত মানের সেবা পাবে, পুলিশও সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির আটজনের প্রতিনিধি এসে দেখা করেছিল। তারা যে অভিযোগ ও দাবি তুলেছে, তা আমরা দেখবো। চিকিৎসকরা যদি মনে করেন তার চিকিৎসা দরকার, তবে সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেরেবাংলা নগর থানার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার প্রমুখ।

এসি