ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

আবারও শুভেচ্ছাদূত পিয়া

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

পিয়া জান্নাত। আন্তর্জাতিক অঙ্গনে মডেল হিসেবে বেশ কয়েকবার র‌্যাম্প মাতিয়েছেন তিনি। অভিজ্ঞতা রয়েছে বিশ্ব বরেণ্য মডেল ও কোরিওগ্রাফারদের সঙ্গে কাজ করার। এই লাস্যময়ী ঢাকা থেকে দিল্লি-মুম্বাই-ব্যাংকক-নিউ ইর্য়কের মঞ্চেও ফ্যাশনের উষ্ণতা ছড়িয়ে চলেছেন।

সম্প্রতি অভিনয়ের দিকে মনযোগী হয়েছেন পিয়া। গত ঈদে নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় এবার মোটরসাইকেল ব্রান্ড ইয়ামাহার শুভেচ্ছাদূত নির্বাচিত হলেন তিনি।
এর আগে এ ব্রান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন জাতীয় ক্রিকেট তারকা তাসকিন আহমেদ। 
এসএ/