শরীরের ৫টি অঙ্গ যা জানান দেয়
প্রকাশিত : ০৪:২০ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
ঘুম থেকে উঠে দেখা গেল চোখ ফুলে গেছে কিংবা ঠোঁটে ফোস্কা পড়েছে৷ আবার অনেকের হাতের নথ ভাঙা শুরু হয়৷ কিংবা হঠাৎ করেই হাড়ে ব্যথা করে৷ এ সব কি কোনও অসুখের পূর্ব লক্ষণ ? নাকি এমনিতেই সেরে যায় এ সব? চলুন জেনে নেওয়া যাক-
হাতের নখ
অনেক সময় অল্পতেই হাতের নখ ভাঙতে দেখা যায়৷ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এমনটা বেশি হয়৷ তবে বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ শরীরের মিনারেল বা ভিটামিনের অভাব৷ যারা ডায়েটিং করেন, তাদের ক্ষেত্রে এমনটা বেশি হয়ে থাকে৷ তবে বেশিদিন চলতে থাকলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। কারণ এর পেছনের কারণ হতে পারে থাইরয়েড বা ফুসফুসের কোনও অসুবিধা৷
ফোলা চোখের কারণ
সারারাত জেগে পার্টি করলে বা ক্লান্ত থাকলে চোখ ফুলতেই পারে৷ তাছাড়া কোনও গাছের পাতা বা কোনও জন্তুর লোম কিংবা ছারপোকার কামড়েও চোখ ফুলতে পারে৷ এমনটা হলে বেশি করে পানি খাওয়া বা চোখে ঠাণ্ডা পানির ঝাঁপটা দিলে চোখের ফোলাভাব চলে যাওয়ার কথা৷ তা না হলে হতে পারে হৃদপিণ্ডের দূর্বলতা, ব্লাডপ্রেশার কিংবা কিডনির কোনও সমস্যা৷ সে ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত৷
শুষ্ক বা ফাটা ঠোঁট
শরীরে আয়রন, জিঙ্ক বা ভিটামিন ‘বি’-এর অভাবে অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়৷ সে কারণেও ঠোঁট শুষ্ক হয় আর এর ফলে অল্পতেই ঠোঁট ফেটে যায়৷ এ রকম হলে ঠোঁটে মধু এবং অলিভঅয়েল লাগালে সেরে যাওয়ার কথা৷ তা না হলে রক্ত পরীক্ষা করানো উচিত৷
হাত-পায়ের জয়েন্টে ক্র্যাকিং
হাত বা পা সোজা বা টানটান করলে অনেক সময় কেমন যেন শব্দ হয়৷ এমনটা হয় সাধারণত জয়েন্টে পানি জমা হলে৷ পিঠের এবং মেরুদণ্ডের কোনও অসুবিধার কারণে এমনটা হয়ে থাকে। কাজেই এমন হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত৷
রাতে পায়ের ব্যথা
অনেকেরই রাতে বা দিনে পায়ের পেশিতে ব্যথা হয় কিংবা পা কামড়ায়৷ এবং এতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয়, যা শুধু ভুক্তভোগীরাই জানেন৷ এর আসল কারণ খুঁজে পাওয়া সব সময় ডাক্তারদের জন্য সহজ নয়৷ তবে শরীরে মিনারেল, বিশেষ করে ম্যাগনেশিয়ামের অভাব একটা কারণ হতে পারে৷ তাছাড়াও এ ক্ষেত্রে ব্লাডপ্রেশার বা ডায়েবেটিস পরীক্ষা করানোটা জরুরি৷ এই তথ্যগুলো দিয়েছেন জার্মানির দু’জন বিশেষজ্ঞ ডা. আখিম ভোক্ট এবং ডা.ক্রিষ্টিয়ান শ্নাইডার।
সূত্র: ডয়চে ভেলে
একে//