ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

লালমনিরহাট ও শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত(ভিডিও)

প্রকাশিত : ১০:২৬ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১০:৪০ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়ার কয়েক শ গ্রাম প্লাবিত হয়েছে। তিস্তার পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও রয়েছে প্রবল স্রোত। আতঙ্ক বিরাজ করছে নদী পাড়ের মানুষের মধ্যে। এদিকে ভাঙ্গন অব্যাহত রয়েছে লালমনিরহাট ও শরিয়তপুরে। হুমকির মুখে বেশ কিছু অস্থায়ী বাঁধ। বিচ্ছিন্ন হয়ে গেছে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা।

মঙ্গলবার তিস্তা ব্যারেজ এলাকায় হঠাৎ করে পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে গভীর রাতে চাপ কিছুটা কমে যায়। এদিকে গঙ্গাচড়া পয়েন্টে পানি বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হলেও দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা।

এদিকে লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৮ সে.মি. ওপর দিয়ে বইছে। পানিবন্দি হয়ে পড়েছে চরাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ। পানির গতি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। হুমকীর মুখে হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের অস্থায়ী বাঁধগুলো। ইতোমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে চর এলাকাগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা।

উজানের ঢল অব্যাহত থাকায় পানি আরো বাড়তে পারে বলে আশংকা করছে পানি উন্নয়ন বোর্ড।

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পদ্মার ভাঙ্গন কিছুটা কমেছে। ফেলা হচ্ছে জিও ব্যাগ। তবে সাধুর বাজারে ভাঙনের তীব্রতা বাড়ায় নদীগর্ভে বিলীন হয়েছে বেশকিছু বসতঘর।