ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

খালেদার মুক্তি দাবিতে প্রতীকী অনশনে বিএনপি

প্রকাশিত : ১১:৪০ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১১:৪২ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রঘোষিত দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে বিএনপি।

আজ বুধবার সকাল ১০টায় রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এই অনশন কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন।

এর আগে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ঢাকা মহানগরীতে প্রতীকী অনশন কর্মসূচি পালনের অনুমতি পায় দলটি।

এদিকে বিএনপির প্রতীকী অনশনকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে রাখা হয়েছে পুলিশের প্রিজনভ্যান, জলকামান, এপিসি।

এছাড়া রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

প্রতীকী অনশনে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

এমএইচ/ এআর