ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০১ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। একইসঙ্গে জাতি স্মরণ করছে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের। এসময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে অবিলম্বে শাস্তি কার্যকরের দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা জানাতে সোমবার সকাল থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে মানুষের উপচে পড়া ভীড়। প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। মানবাধিকার কমিশন, শিশু কিশোর সংগঠন এবং সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় জাতির জনকের প্রতি। এদিকে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গুলো। এসব কর্মসূচিতে অংশ নিয়ে বঙ্গবন্ধুর পলাতক খুনীদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের পাশাপাশি হত্যার পরিকল্পনাকারীদেরও বিচারের দাবি উঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কন্ঠে। খালেদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে পরিনত করে দেশ গঠনের দৃঢ় প্রত্যয়ে জানান সর্বস্তরের মানুষ।