ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

স্কুলে বার্ষিক পরীক্ষা ১১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

প্রকাশিত : ০৫:৩১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

আগামী ডিসেম্বরের শেষ সপ্তায় জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ হওয়ার পরিপেক্ষিতে ওই মাসের ১১ তারিখের মধ্যে সবস্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে শিক্ষাবোর্ড।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ১১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে পরীক্ষা। নির্বাচনের আগেই পরীক্ষার সব ধরনের কাজ শেষ হবে। সুষ্ঠুভাবে যথাসময়ে পরীক্ষা নিতে সব ধরনের নির্দেশনাও স্কুলে দেওয়া হয়েছে।

বার্ষিক পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ নিলেও সময়সূচি ঠিক করে দেয় সংশ্লিষ্ট বোর্ড। এদিকে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৫ নভেম্বর।

নির্বাচনের আগে স্কুলের বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষা থাকায় উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা। এ অবস্থায় অভিভাবকদের দাবি যতটা সম্ভব পরীক্ষা এগিয়ে নিয়ে আসার।

শিক্ষার্থীদের নিরাপত্তা কথা ভেবে ও পরীক্ষার সময়সূচি এগিয়ে আনার অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে বোর্ড এ সিদ্ধান্তের কথা জানায়।

/ এআর /