আসাদকে গুপ্তহত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প
প্রকাশিত : ০৬:০১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৬:০২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল আসাদকে গুপ্ত হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের এপ্রিলে বিদ্রোহীদের লক্ষ্য করে আসাদ বাহিনী রাসায়নিক হামলা চালালে ক্ষুব্ধ ট্রাম্প এমনটাই চেয়েছিলেন। বব ওডওয়ার্ডের নতুন বই ‘ফিয়ার: ট্রাম্প ইন হোয়াইটহাউজ’তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
নতুন বইয়ে দাবি করা হয়, এপ্রিলে বিদ্রোহীদের লক্ষ্য করে বিশেষ করে মার্কিন সমর্থিত কুর্দী যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় সিসি। এতে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়। বিশেষ করে দেশটির দুমায় আসাদ বাহিনী রাসায়নিক হালা চালালে ৪০ শিশুসহ শতাধিক মানুষের মৃত্যু হয়। দুমা হচ্ছে পূর্ব গৌতা অঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা সর্বশেষ ঘাঁটি।
গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী পূর্ব গৌতা এলাকায় হামলা চালালে ১ হাজার ৭০০ বেসামরিক মানুষ মারা যায়। বিষয়টি নজরে আসলে ডোনাল্ড ট্রাম্প আসাদকে হত্যার চিন্তা করেন। তবে সে উদ্যোগ নেননি বলেও বইতে দাবি করা হয়।
সূত্র: আল জাজিরা
এমজে/