ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

সাভারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ-প্রশিক্ষণ

সাভার প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৭:২৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮ বুধবার

ঢাকার অদূরে সাভারে “স্বপ্ন- প্রতিবন্ধী ব্যাক্তি বান্ধব ইউনিয়ন” র্শীষক আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের হলরুমে এই আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

তেতুঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে সমাজের স্বপ্ন-প্রতিবন্ধীদের সাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তাদের মাঝে হুইল চেয়ার, সাদা ছড়ি ও সেলাই মেশিন বিতরন করা হয়। সেই সাথে প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষনের ব্যবস্থা হরা হয়।

সাভার পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র’র (সিআরপি) প্রাইড প্রকল্প নামে একটি সংগঠন প্রশিক্ষনের আয়োজন করেন। এসময় সিআরপির কর্মকর্তা, তেতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএম/ এমজে