যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশী হত্যার ঘটনায় আটক ১
প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০২:২৭ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার
যুক্তরাষ্ট্রের কুইন্সে দুই বাংলাদেশী হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে ব্রুকলিন থেকে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়। তাকে পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরআগে সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ করে পুলিশ। একইসঙ্গে এ সম্পর্কে তথ্য চেয়েছে নিউইয়র্ক পুলিশ। এদিকে নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও এক বিবৃতিতে জানান, ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিমরা। গেলো শনিবার নিউ ইয়র্কের কুইন্সে আল ফুরকান জামে মসজিদের ইমাম আলালউদ্দিন আকুঞ্জ ও তার সহকারী তারা উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়।