মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে নড়িয়া উপজেলা(ভিডিও)
প্রকাশিত : ১০:১১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার
পদ্মার তীব্র ভাঙ্গনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলা। নদী পাড়ের কয়েকটি ইউনিয়নে ভিটে-মাটি হারিয়েছে প্রায় ৫ হাজার পরিবার। প্রমত্তা পদ্মা গিলে খেয়েছে স্কুল, মসজিদ, মন্দির, রাস্তাঘাট-ব্রিজ কালভার্টসহ ফসলী জমি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্র“তি দিয়েছে স্থানীয় প্রশাসন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাঁশতলা, সাধুর বাজার ও মুলফৎগঞ্জ এলাকায় কিছু দিন আগেও অনেকেরই ছিলো সাজানো সংসার। হঠাৎই ভয়ঙ্কর হয়ে ওঠে পদ্মা। এ পর্যন্ত প্রায় ৫শ’ ব্যবসা প্রতিষ্ঠানসহ ৮ শ’রও বেশি স্থাপনা চলে গেছে নদীগর্ভে।
গত ২ মাসে ভিটেছাড়া হয়েছে প্রায় ৫ হাজার পরিবার। ভাঙন আতঙ্কে নদীপারের অনেকেই বসতি ভেঙ্গে অন্যত্র সরে যাচ্ছেন। কেউবা অর্থ ও জমির অভাবে তুলতে পারছেন না নতুন ঘর।
ধনাঢ্য অনেক পরিবার সব হারিয়ে এখন নিঃস্ব। তাদের আশ্রয় এখন অন্যের বাড়িতে।
এদিকে ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের আশ্বাস দিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পানি কমার সাথে সাথে বেড়ি বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা জানিয়ে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা।
দ্রুত ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নিলে শরীয়তপুরের মানচিত্র নড়িয়া উপজেলা হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।