ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

রবীন্দ্রনাথ ও নজরুলের সুর মূর্ছনা একই গানে

প্রকাশিত : ১০:২০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার

রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কালজয়ী দুটি গানের মিশ্রণে তৈরি হলো নতুন এক সুর মূছর্না। ‘আমার চঞ্চল’ ও ‘মোরা ঝঞ্ঝার মতো’ গান দুটি ভিন্ন আঙ্গিকের সঙ্গীতায়োজনের মধ্যে মিশ্রণ ঘটিয়েছেন বাপ্পা মজুমদার। সেইসঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, কনা, শুভ ও ঐশী।

গানের র‌্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন তৌফিক আহমেদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের থিম সং হিসেবে গানটি রেকর্ড করা হয়েছে। ভিডিও নির্মাণ করা হয়েছে প্রেক্ষাগৃহের ব্যানারে। এর সমন্বয় করেছেন গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক বাপ্পা মজুমদার বলেন, ‘একসঙ্গে রবীন্দ্র ও নজরুলসঙ্গীত গাওয়া কিংবা রেকর্ড করার অভিজ্ঞতা এই প্রথম। একসঙ্গে দুই কবির গান নিয়ে আগে কখনও এমন নিরীক্ষাধর্মী কাজ করা হয়ে ওঠেনি। গানটি রেকর্ড করার পর থেকে এক ভালো লাগা কাজ করছে। আশা করছি, দর্শকের কাছেও এ আয়োজন ভালো লাগবে।’

বাপ্পা মজুমদার জানান, শিগগিরই গানের ভিডিওটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।

এসএ/