উসাইন বোল্ট রিও অলিম্পিকের দ্রুততম মানব
প্রকাশিত : ০২:০২ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ০২:০২ পিএম, ১৫ আগস্ট ২০১৬ সোমবার
রিও অলিম্পিকে এবারও দ্রুততম মানব হয়েছেন জ্যামাইকান উসাইন বোল্ট। ১০০ মিটার ¯িপ্রন্টে টানা তিনবার স্বর্ণ জয়ের রেকর্ডও নিজের করে নিলেন তিনি। অলিস্পিকে এখন পর্যন্ত ২৬টি স্বর্ণ, ২০টি রৌপ্যসহ মোট ৬৮টি পদক নিয়ে তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। ১৫ স্বর্ণসহ ৩৮ পদক নিয়ে ইংল্যান্ড দ্বিতীয়, চীন আছে তৃতীয় অবস্থানে।
বদলেছে ভেন্যু, বদলেছে সময়, বদলেছে দর্শক। বদলায়নি ১০০ মিটারের সঙ্গে উসাইন বোল্টের সম্পর্ক। আগের দুবারের কীর্তি রিও অলিম্পিকেও টেনে এনেছেন জ্যামাইকান বজ্রবিদ্যুৎ। নিজের শেষ অলিম্পিকেও ১০০ মিটারে দৌড়ে সোনা জিতেছেন বোল্ট! করেলেন হ্যাটট্রিক!
রিওতেও সবার চোখ ছিলো উসাইন বোল্ট। ট্র্যাকে আসলেন রাজার মতোই। ১০০ মিটার ¯িপ্রন্টে ৯ দশমিক আট এক সেকেন্ডের দৌঁড়ে পেছনে ফেললেন সবাইকে।
উসাইন বোল্টের দিনে আবারো তার পিছনেই দৌড় শেষ করতে হলো যুক্তরাষ্ট্রের গ্যাটলিন ব্ল্যাককে। ৯ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাকে।
আর কানাডার আন্দ্রে গ্র্যাসি ৯ দশমিক ৯১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন।
এদিকে ছেলেদের ৪০০ মিটার দৌড়ে নতুন অলিম্পিক ও বিশ্ব রেকর্ড গড়ে ৪৩ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন দক্ষিণ আফ্রিকার ওয়েদে বেন নিকেরক। আর ৪৩ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পেয়েছেন গ্রেনেডার জেমস কিরানি। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের মেরিট লসন।
মেয়েদের ত্রিপল জাম্পে ১৫ দশমিক ১৭ মিটার অতিক্রম করে স্বর্ণ জেতেন কলম্বিয়ার ক্যাটরিন ইবারগুয়েন। ১৪ দশমিক ৯৮ মিটার দুরত্ব অতিক্রম করে রৌপ্য জেতেন ভেনিজুয়েলার উলিমার রোজাস আর এ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন কাজাকিস্তানের ওলগা রাইপাকোভা।
টেনিসের পুরুষ এককের ফাইনালে আর্জেন্টিনার ডেল পেত্রোকে হারিয়ে স্বর্ণ জিতেছে ইংল্যান্ডএন্ডি মারে। এ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন জাপানের কেই নিশিকোরি।
মেয়েদের দ্বৈতে সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস ও টিমে বাকসিনসকিকে হারিয়ে স্বর্ণ জেতেন রাশিয়ার একতেরিনা মাকারোভা ও এলিনা ভেসনিনা জুটি।