ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

গীতিকবি নজরুল ইসলাম বাবুর মৃত্যুবার্ষিকী আজ 

প্রকাশিত : ০৯:৪৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

‘সব কটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুর মৃত্যুবার্ষিকী আজ।

১৯৯০ সালের এই দিনে তিনি চলে গেছেন না ফেরার দেশে। তার রচিত অসংখ্য গানের মধ্যে উল্লেখযোগ্য হল- ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’, ‘দুই ভুবনের দুই বাসিন্দা’, ‘ডাকে পাখি খোল আঁখি’, ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’ ইত্যাদি।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জন্ম নেয়া এ গীতিকবি ১৯৯১ সালে ‘পদ্মা-মেঘনা-যমুনা’ সিনেমাতে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
এসএ/