ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

তীব্র যানজটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

তীব্র যানজটে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কুমিল্লার দাউদকান্দির শহীদনগর থেকে ঢাকাগামী মেঘনা সেতু এলাকা পর্যন্ত এবং ঢাকা সাইনবোর্ড এলাকা থেকে চট্টগ্রামগামী মেঘনা সেতু পর্যন্ত এলাকায় গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ বলছে, শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে মহাসড়কে সব ধরণের যানবাহনের চাপ বেশি রয়েছে। যানজট স্থায়ী না। থেকে থেকে গাড়ি ছাড়ছে। রোডে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় ঘণ্টার পর ঘণ্টা যাত্রীদের রাস্তায় কাটাতে হচ্ছে।

দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে অন্যান্য যানবাহনের পাশাপাশি প্রাইভেট যানবাহনের চাপ বেশি রয়েছে। তাই ভোর থেকে দাউদকান্দি অংশে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে থানা ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

যানজটের জন্য পুলিশ শ্রক্রবারকে কারণ হিসেবে দেখালেও গাড়ির চালকরা বলছে অন্য কথা। চালকরা মনে করছেন, ফোর লেনের যানবাহন নির্মাণাধীন গোমতী, মেঘনা ও কাচপুর সেতু এলাকায় নিয়ন্ত্রণ করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে।

যানজটে হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন ছাড়াও আটকা পড়েছে রোগীবাহী অনেক অ্যাম্বুলেন্স। যানজটের কারণে ঢাকা-কুমিল্লার ২ ঘণ্টার যাতায়াতে সময় লাগছে ৫ থেকে ৬ ঘণ্টা।

আরকে//