ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে চোরাই তেলসহ ৩ জন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

 

সিরাজগঞ্জের সলঙ্গার ধোপাকান্দিতে অভিযান চালিয়ে ট্রাক বোঝাই চোরাই সয়াবিন তেল ও ডিজেলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আটকরা হলো- বগুড়ার দুপচাঁচিয়ার সরঞ্জাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে ট্রাক চালক বেলাল হোসেন (৩০), সলঙ্গা থানার রতনকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিব শেখ (২০)এবং ধোপাকান্দি গ্রামের সোনাউল্লার ছেলে রফিজ উদ্দিন (৫০)। এ সময় ১১ হাজার ৩৬০ লিটার চোরাই সয়াবিন তেল  ও ডিজেলবাহী ট্রাকটি জব্দ করা হয়।

র‌্যাব-১২ সুত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে চোরাই ভেজাল তেলের কারবার করে আসছিল। শুক্রবার সকালে ধোপাকান্দির হানিফ হাইওয়ে হোটেলের পশ্চিম পাশে এলাকার তেল ব্যবসায়ী শফিকুল ইসলামের তেলের দোকানের সামনে তেল বোঝাই ট্রাকটি অবস্থান করছিল। তখন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার হুমায়ন কবীরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। তখন ৬০টি ড্রাম বোঝাই ১১ হাজার ১৬০ লিটার চোরাই সয়াবিন তেল, ২০০লিটার ডিজেলসহ চালকদের হাতে-নাতে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

কেআই/ এমজে