মুকসুদপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর উঠান বৈঠক
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০:৫১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার
গোপালগঞ্জের মুকসুদপুরে একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে কেন্দ্র করে উঠান বৈঠক করেছেন গোপালগঞ্জ-০১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক কমিটির সহ-সম্পাদক খন্দকার মনজুরুল হক লাবলু।
শুক্রবার সন্ধ্যা ৬টায় মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া নিজ গ্রামে মুকসুদপুর-কাশিয়ানীর সর্বস্তরের জনগণের ব্যানারে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ডেপুটি এটর্নি জেনারেল কাজী এবাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মোচনা ইউনিয়নের চেয়ারম্যান দোলোয়ার হোসেন, মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বতু সিকদার,মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো.ফিরোজ খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মনজুরুল হক লাবলু বলেন, আমি ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতিসহ কেন্দ্রীয় পর্যায়ে আওয়ামী লীগের নানা কমিটিতে থেকে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী কাজ করে আসছি। আমি এলাকাবাসীর নানা উন্নয়নমুলক কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করেছি। বিগত সংসদ নির্বাচনগুলোতে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছি। আগামী একাদশ সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের কর্মী হিসেবে আমি গোপালগঞ্জ-০১ আসনে মনোনয়ন প্রত্যাশী। আমি মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব। তবে দল যাকে নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দিবে আমি তার পক্ষে কাজ করব।
উল্লেখ্য,খন্দকার মনজুরুল হক লাবলু গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং ৯০ এর গণ-অভ্যথ্থানের অন্যতম সংগঠক ছিলেন। গোপালগঞ্জ জেলার তিনটি আসনই আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। গোপালগঞ্জ-০১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) থেকে যে প্রার্থীই মনোনয়ন পাবেন তিনি নিশ্চিত বিপুল ভোটে জয়লাভ করবেন।
কেআই/এসএইচ/