ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দানের জন্য বেজোসের তহবিল গঠন

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৯:২৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

বিশ্বের বিভিন্ন অলাভজনক সংস্থায় ২০০ কোটি মার্কিন ডলার দান করবেন বিশ্বের শীর্ষ ধনী ও অনলাইন কোম্পানি আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস ও তার স্ত্রী ম্যাকেনজি। নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য বিদ্যালয় তৈরিতে এ অর্থ ব্যয় করার ইচ্ছের কথা জানিয়েছেন তারা। আর এ জন্য ‘ডে ওয়ান ফান্ড বা প্রারম্ভিক তহবিল’ নামে তহবিল গঠন করেছেন বেজোস ও তার স্ত্রী।

এ বছর সিয়াটলভিত্তিক অলাভজনক সংস্থা ম্যারি’স প্লেসের সঙ্গে অংশীদারির ভিত্তিতে আমাজন তাদের কেন্দ্রীয় দফতরে গৃহহীনদের জন্য আশ্রয় নির্মাণ করে। এর আগে আমাজন একই সংস্থার মাধ্যমে ২০০জন গৃহহীন মানুষের সাময়িক আবাসন তৈরিতে সহায়তা করে। আর চলতি বছর বেজোস ও তার স্ত্রী উইথ অনার নামের একটি নির্দলীয় প্রতিষ্ঠান ও সুপার পিএসি নারেম আরেকটি সংস্থাকে ১ কোটি ডলার অনুদান  দিয়েছেন। এছাড়ও বেজোস মরণব্যধি ক্যানসার প্রতিরোধ ও সংবাদপত্রের স্বাধীনতার জন্যও অর্থ সহায়তা দিয়েছেন বিভিন্ন সংস্থাকে।

২০১২ সালে বেজোস ওয়াশিংটনে সমকামীদের বিবাহ আইনের পক্ষে ২৫ লাখ ডলার অনুদান  দিয়েছিলেন।

অবশ্য বিল গেটস ও ওয়ারেন বাফেটের মতো অতি ধনীদের ন্যায় তিনি আগে দান করেননি। তাই তার সমালোচনাও হয়েছে।

একে//