ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি হত্যার ঘটনার সরকার  উদ্বিগ্ন

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৩৪ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি হত্যার ঘটনার প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সরকার  উদ্বিগ্ন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রনালয় ব্যবস্থা গ্রহন করছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগরে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, ইতোমধ্যেই বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার ঘটনায় দূঃখ প্রকাশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন। একই সাথে ঈদুল আযহায় মানুষের যাত্রা নিবির্ঘে করতে সড়ক ও জনপথ বিভাগ কাজ করছে বলে জানান মন্ত্রী।