ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৩ ১৪৩১

রানের খাতা খুলতেই আউট মাহমুদুল্লাহ

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

একটু আগেই উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন সেট হওয়া ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। এরইমধ্যে প্যাভিলিয়নে ফেরত গেছেন চার উইকেট। তবুও তিনি একটু দম নিলেন না। এসেই উড়িয়ে মারতে গেছিলেন অ্যামিলা আপিনসোকে। এতেই সার্কেলের ভেতরই কট আউট হন মাহমুদুল্লাহ। ব্যক্তিগত মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফেরত যান মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

এর আগে মুশফিক ধীরেসুস্থে ব্যাটিং চালিয়ে গেলেও রানের চাকা সচল রেখেছিলেন মিঠুন। এই জুটি সংগ্রহ দাড়ায় ১৩৪ রান। এরপরই মালিঙ্গার বলে পেরেরার হাতে ক্যাস দিয়ে ফেরন মিঠুন। ক্রিজে আসেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। কিন্তু তিনি আর নির্ভরতা প্রমাণ করতে পারেননি। মাহমুদুল্লাহর আউটের পর আবারও চাপে পড়েছে বাংলাদেশ।

এমজে/