বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি
প্রকাশিত : ১০:৫৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৮:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি ও প্রকাশনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ২০১৩ সালের জুন মাসে। এ বিষয়ে তখন উপদেষ্টা কমিটি ও সম্পাদনা নামে দু’টি কমিটি গঠিত হয়। ওই কমিটি দুটি পাণ্ডুলিপি চূড়ান্ত করার পর গ্রন্থটি ২০১৭ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়।
গ্রন্থটি প্রকাশনার পরপরই এতে কতিপয় গুরুত্বপূর্ণ ব্যত্যয় পরিদৃষ্ট হলে বাংলাদেশ ব্যাংক গভর্নর গ্রন্থটির বিতরণ বন্ধ করার নির্দেশ দেন এবং গ্রন্থটি রিভিউ করার জন্য একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে একটি রিভিউ কমিটি গঠন করেন। ইতোমধ্যে রিভিউ কমিটির দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে যার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিম্নরুপ-
১. ২০১৮ সালের আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংকের প্রবেশ দ্বারে (সোনালি গেইটে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আবক্ষ ভাস্কর্য স্থাপিত হয়েছে তার ছবিসহ গ্রন্থটিতে জাতির জনকের অবদানের যে ধারাবাহিক বর্ণনা (পৃষ্ঠা ৫১, ৭৭ ইত্যাদি) রয়েছে সেখানেও তার ছবি সংগ্রহ করে সেগুলি সন্নিবেশ করা হবে;
২. গ্রন্থটির এলবাম অনুচ্ছেদে বঙ্গবন্ধুর ছবিসম্বলিত বিভিন্ন টাকার নোটের ছবি সংযোজন করা হবে;
৩. গ্রন্থটির সকল অধ্যায় পুনরায় সম্পাদিত হবে এবং কমগুরুত্বপূর্ণ বিষয় ও ছবি বাদ দেওয়া হবে প্রভৃতি।
বিজ্ঞপ্তি।