৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০২:৪৬ পিএম, ১৬ আগস্ট ২০১৬ মঙ্গলবার
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলসংযোগসহ ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা। পরে প্রকল্পের বিস্তারিত সাংবাদিকদের জানান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী জনান, বাংলাদেশর আখাউড়া থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে রেললাইনটি নির্মাণ করা হবে। কাজ শেষ হবে ২০১৯ সালে। এই রেললাইনে বাংলাদেশই লাভবান হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী।