কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ আগুন
প্রকাশিত : ১০:৪১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১১:১৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়েছে এর একাংশ। শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৩০টি গাড়ি। তবে রোববার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
মধ্য কলকাতার ক্যানিং স্ট্রিটের ঘিঞ্জি অঞ্চলে অবস্থিত বাগরি মার্কেট। স্থানীয়রা জানান, শনিবার মাঝরাতে আচমকা এক জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেন তারা। তার পরই দেখা যায়, ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়েছে বাগরি মার্কেটের একাংশ।
কলকাতা ফায়ার সার্ভিস অফিস জানিয়েছে, তাদের ৩০টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন লাগার ছয় ঘণ্টায়ও তা পুরোপরি নিয়ন্ত্রণে আসেনি।
ভয়াবহ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনারসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের গ্রাসে মার্কেটের একাংশের ইমারতে থাকা কাঁচ ভেঙে পড়তে থাকে। মাঝেমধ্যে অল্প বিস্তর বিকট শব্দও শোনা যায়। এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে পূজার আগে এমন ভয়াবহ আগুনে ব্যবসায়ীদের বড় ক্ষতির মুখে পড়তে হবে।
সূত্র : এনডিটিভি
এসএ/