ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সেনাবাহিনী
প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
সিরিয়ার রাজধানী দামেস্কের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ইসরাইলের নিক্ষিপ্ত একাধিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।
শনিবার রাতে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সেনাবাহিনী একটি ‘ইসরাইলি আগ্রাসন’ ব্যর্থ করে দিয়েছে এবং দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নিক্ষিপ্ত বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এর আগে দামেস্ক বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলের একজন সেনা মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়া খবরের ব্যাপারে আমরা মন্তব্য করি না।’
দখলদার ইসরাইল সরকার গত কয়েক মাসে সিরিয়ার সামরিক ও বেসামরিক অবস্থানে বহুবার হামলা করেছে। সিরিয়ার সেনাবাহিনী যখন উগ্র জঙ্গিদের হাত থেকে দেশটির বেশিরভাগ এলাকা মুক্ত করে ফেলেছে তখন তেল আবিব সিরিয়ায় হামলা জোরদার করেছে। তবে ইসরাইলের বহু ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে সিরিয়ার সেনাবাহিনী।
সূত্র: পার্সটুডে
এমএইচ/একে/