ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

নড়াইলে আ’লীগ নেতা ওমর আলীর সমর্থকদের গণসংযোগ 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৫২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনের (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত লে.কমান্ডার ওমর আলীর সমর্থকেরা গণসংযোগ করেন।      

রোববার দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গিয়ে নৌকা প্রতীকে ভোট চান তারা। 

ওমর আলীর সমর্থকেরা কালিয়া উপজেলার খড়রিয়া, জামরিলডাঙ্গা, পেড়লী, গাজীরহাট, ভোমবাগ, মাধবপাশা, কুলশুর, কালিয়া পৌর এলাকা, কলাবাড়িয়া, বাঐসোনা, পহরডাঙ্গা, জয়নগর, নড়াগাতি, খাশিয়াল, বড়দিয়া, বারইপাড়া, চাঁচুড়ি, পুরুলিয়া, রঘুনাথপুর, বাঁশগ্রাম, ভবানীপুর, শিঙ্গাশোলপুর, ভদ্রবিলা, গোবরা, আগদিয়া, শেখহাটিসহ বিভিন্ন হাট-বাজারে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন তারা। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আ’লীগকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান নেতাকর্মী ও সমর্থকেরা।   

জানা যায়, দলীয় মনোনয়ন লাভের আশায় মাঠ পর্যায়ে তৃণমূল নেতা-কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন আ’লীগ নেতা ওমর আলী। নড়াগাতি বাজার এলাকায় জাতীয় শোক দিবস পালনসহ এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় শোক দিবস পালনের জন্য আর্থিক সহযোগিতা করেন তিনি।  

এছাড়া নড়াইল-১ আসনের বিভিন্ন এলাকার মাদরাসা, মসজিদ, মন্দিরসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কর্মী-সমর্থকেরা জানান, ইতোমধ্যে গরীবের বন্ধু হিসেবে ওমর আলী এলাকায় পরিচিতি পেয়েছেন। আ’লীগের প্রার্থী হিসেবে নড়াইল-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার আহবান জানান তারা।১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ওমর আলী ১৩ বছর বয়সে ভারতে গিয়ে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর তিনি নৌবাহিনীতে চাকুরি করেন। পরবর্তীতে আ’লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন।

কেআই/এসি