এশিয়া কাপে মুশফিকের যত অর্জন
প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার
এশিয়া কাপে বরাবরই সফল ট্যালেন্ট বয় মুশফিকুর রহিম। উইকেটের পেছনে বা সামনে দুই জায়গায় ঈর্ষনীয় সাফল্য দেখাচ্ছেন টাইগার দলের এ ক্রিকেটার। অন্য আসরগুলোর মতো এবারের আসরেও চমক দিয়ে শুরু করেছেন। এরইমধ্যে ক্যারিয়ারে যোগ করেছেন আরও একটি সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি-ই নয়, গড়েছেন এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ডও।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হওয়ার পর থেকেই এশিয়া কাপে বরাবরই সফল মুশফিক। ওয়ানডেতে যেখানে তার গড় ৩৩.৮২, সেখানে এশিয়াকাপে তার ব্যাটিং গড় ৩৬.০৬। ওয়ানডেতে যেখানে তার স্ট্রাইক রেইট ৭৭.৮৮ সেখানে এশিয়া কাপে তার গড় ৮৯.৪২।
এশিয়া কাপে এ পর্যন্ত ১৭ ম্যাচ খেলেছেন মুশফিক। আর ১৭ ইনিংসে তার মোট রান ৫৪১। রয়েছে দুটি সেঞ্চুরিও। ৫৪১ রান তুলতে মুশফিক চার খেলেছেন ৪১টি। আর ছক্কা মেরেছেন ৯টি।
দুই সেঞ্চুরি আর এক হাফ সেঞ্চুরির সুবাদে মুশফিকের এশিয়া কাপের পারফরম্যান্স নিঃসন্দেহে আশাজাগানিয়া। এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতেও মুশফিকের এমন ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের।
এমজে/