ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আল-আরাফাহ্ ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অব টেররিজম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম।

এ সময় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহম্মেদ খান এবং ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. আব্দুর রহীম দুয়ারিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, অবৈধ পথে অর্থের আদানপ্রদান এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। মানি লন্ডারিং রোধকল্পে তিনি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এসএইচ/