ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১

জাতীয় দলে ফিরছেন আশরাফুল, পেলেন গ্রিন সিগনাল!

প্রকাশিত : ১০:৫৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

জাতীয় দলে ফেরার গ্রিন সিগনাল পেয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা মোহাম্মদ আশরাফুল। এরই মধ্যে জাতীয় দলের ক্রিকেটারদের মতো আশরাফুল বিসিবিতে বিপটেস্ট দিয়েছেন। সেখানে জাতীয় দলে খেলা অনেক তরুণের চেয়েও বেশ ভালো তার ফিটনেস, এমনটাই প্রমাণিত হয়েছে। এরপরই নাকি জানা গেছে, বিসিবির বাতিলের তালিকায় নয়, বরং বিবেচনায়-ই রয়েছেন আশরাফুল।

এদিকে ৩৪ বছর বয়সী ক্রিকেটার যে ফুরিয়ে যাননি তার প্রমাণও পাওয়া গেছে। জাতীয় লিগের আগে বিপ টেস্ট দিয়েছেন তিনি। সেখানে ১১.৪ পয়েন্ট তুলে পেছনে ফেলেছেন বর্তমানে ক্রিকেটের মধ্যে থাকা অনেক তরুণকেও। ফের জাতীয় দলের হয়ে মাঠে নামতে মরিয়া মোহাম্মদ আশরাফুল। সেই যাত্রায় একধাপ এগিয়ে গেলেন তিনি। ঠাঁই পেলেন বাংলাদেশ ‘এ’ দলে। বিসিবি হাইপারফরম্যান্স ইউনিট-এইচপির বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলবেন টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

জাতীয় লিগের আগে এটিকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার সুযোগ হিসেবে দেখছেন আশরাফুল। এ বিষয়ে আশরাফুল বলেন, ‘ ৫ বছর পর ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছি। যেকোনো মূল্যে জাতীয় দলে ফিরতে চাই। তবে চাইলেই তো হবে না। এজন্য আগে আমাকে ফিটনেস প্রমাণ করতে হবে। পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে হবে।’

এমজে/