রাবি ছাত্রলীগ নেতাকে বহিরাগতের মারধরের অভিযোগ
রাবি সংবাদদাতা
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৮ সোমবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হলের সামনে থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে বহিরাগতরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার গোফরান গাজী। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
ভুক্তভোগী গোফরান গাজী জানান, বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কয়েকজন শিক্ষার্থীসহ কিছু বহিরাগতকে হলের গাছে ডাব পাড়তে দেখে নিষেধ করি। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার ওপর চড়াও হয়ে মারধর করে পালিয়ে যায়। তবে কারা মারধর করেছে তাদের চিহ্নিত করতে পারিনি।
যারা মারধরের সাথে জড়িত তাদের নামে থানায় মামলা করা হবে বলে জানান গোফরান।
সরেজমিনে দেখা যায়, শহীদ শামসুজ্জোহা হলের সামনে গোফরানকে মারধর করা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় স্থানীয় লোকজন স্টেশন বাজারের দিকে চলে যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলার দিকে ভীড় জমায়। অন্যদিকে স্থানীয় লোকজন স্টেশন বাজারে জড়ো হতে থাকে। এ অবস্থা দেখে ক্যাম্পাস স্থিতিশীল রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্নস্থানে পুলিশ মোতায়েন করেছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমরা বিষয়টি জানার পর ততক্ষণাৎ ঘটনাস্থলে যাই। আমাদের পৌছানোর আগেই ওরা পালিয়ে গেছে। আমরা ওদের সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। ওদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করবো।’
সার্বিক বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীকে মারধর করার ঘটনায় নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা মারধর করেছে তারাও স্থানীয় তবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী।’
এ সময় সমস্যা মীমাংসা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
কেআই/এসি