ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

দিনমজুর মায়েদের জন্য ভিন্ন রকম শিশু দিবাযত্ন কেন্দ্র [ভিডিও]

প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

গাইবান্ধায় গড়ে উঠেছে ভিন্ন রকম শিশুর দিবাযত্ন কেন্দ্র। মাত্র ৩০ টাকার বিনিময়ে শিশুর দিবাযত্ন কেন্দ্রে দিনমজুর মায়েরা সন্তানদের নিরাপদে রেখে কাজে যেতে পারছেন।

শিশুর নিরাপত্তার জন্য দিবাযত্ন কেন্দ্র বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগীরা। শিশুদের কোলাহলে মুখরিত ডে কেয়ার সেন্টার। গাইবান্ধার ফুলছড়ির গজারিয়া, উদাখালী, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের নিভৃত পল্লীতে শ্রমজীবী মায়েদের সন্তানদের জন্য গড়ে উঠেছে ৭টি ডে কেয়ার সেন্টার।

বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় স্থানীয় নারী দলের উদ্যোগে পরিচালিত হয় এটি। ২০১৩ সালে ২টি ডে কেয়ার সেন্টার গঠিত হলেও ২০১৬ সালে আরও ৫টি সেন্টার চালু হয়। এই শিশুদের প্রত্যেকের মা-বাবা দিনমজুর। এখানে প্রত্যেক শিশুর জন্য মাসে দিতে হয় ৩০ টাকা করে।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের দেখাশোনা করেন ডে কেয়ারের কর্মীরা। তবে ডে কেয়ারের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন শ্রমজীবী বাবা- মায়েরা।

একে//