জবিতে সমাবর্তন দাবিতে বিক্ষোভ অব্যাহত
জবি সংবাদদাতা
প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) সমাবর্তনের দাবীতে ৩য় দিনের মত ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ করেছে। আজ(মঙ্গলবার) দুপুর ১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ নিয়ে উপাচার্যের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা থাকলেও ছাত্ররা উপাচার্যের সাক্ষাৎ পাননি।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত একযুগ পার হলেও সমাবর্তনের আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়কার কলেজ আমলের চারটি ব্যাচের ১৯,২৭১ জন শিক্ষার্থীসহ প্রায় ৪০ হাজার শিক্ষার্থী সমাবর্তন প্রত্যাশী। গত রোববার থেকে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সমাবর্তন আয়োজনের দাবিতে আন্দোলন শুরু করে।
এ দাবিতে আজ ৩য় দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। ‘আমরা সমাবর্তন চাই’ আন্দোলনের আহবায়ক সাইফুদ্দিন লিখন বলেন, প্রশাসন শিক্ষার্থীদের সাথে টালবাহনা করছে।আমাদের আলোচনার আশ্বাস দিয়ে বসিয়ে রেখে তারা আলোচনায় আসেননি।প্রশাসন আমাদের দাবী আদায়ে আন্তরিক নন।এ রকম চলতে থাকলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে। প্রয়োজনে ক্লাস-পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায়ে আন্দোলন করবো।
এদিকে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলতে আমরা অপেক্ষা করেছি, তারা আসেনি। পরবর্তীতে কলা অনুষদের ডিনকে আহবায়ক করে আমরা একটি কমিটি করেছি, তারাই সমাবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে জানতে চাইলে সমাবর্তন আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো.আতিয়ার রহমান বলেন, সমাবর্তন আয়োজন নিয়ে আমরা অতিদ্রুত পদক্ষেপ নেবো। আগামী ২৪ তারিখ আমরা উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক ডেকেছি। যেখানে সকল অনুষদের ডিন, ছাত্র সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ থাকবেন। আমরা সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নেবো।
কেআই/