ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

হাতের শেকড় থেকে মুক্ত আবুল বাজনদার

প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৮ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৯ এএম, ১৮ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার

হাতে শেকড়ের মত জট থেকে মুক্তি পেয়ে খুশী খুলনার পাইকগাছার আবুল বাজনদার। তার দুই হাতের তালু এখন অনেকটাই ভারমুক্ত। দীর্ঘদিন ধরে এপিডামেডিসপ্লাসিয়া ভেরসিফরমিস বা ট্রি ম্যান রোগে আক্রান্ত ছিলেন আবুল বাজনদার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বিরল এ রোগের চিকিৎসা করছেন। তার রোগের কারণ জানতে গবেষণা চলছে যুক্তরাষ্ট্র ও চীনে। হাসপাতালে চলছে বাবা মেয়ের মিষ্টি খুনসুটি। দূর থেকে দেখছেন আবুল বাজনদারের স্ত্রী। এ’রকম মধুর দৃশ্য কখনো তাদের জীবনে আসবে তা ভাবতেই পারেননি তারা। আবুল বাজনদার জানান, বিরল এই রোগের কারণে হতাশ হয়ে পড়েছিলেন জীবন নিয়ে। দু’হাত-পায়ে শেকড়ের মত জট তৈরি হওয়ায় ১০ বছর ধরে কিছুই করতে পারতেন না তিনি। এখন হাত নাড়াতে পারেন, হাঁটতেও তেমন সমস্যা হচ্ছে না। আবার দু'চোখে স্বপ্ন আবুল বাজনদারের। বাজনদারের স্ত্রী বললেন, মানুষের ভালবাসাই তাদের নতুন পথ দেখিয়েছে। সেই সঙ্গে কৃতজ্ঞতা হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি। চিকিৎসকরা জানান, কয়েক দফা অপারেশনের পর আবুল বাজনদারের অবস্থার উন্নতি হয়েছে। তবে, রোগের কারণ জানতে রক্তের নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। পুরোপুরি সুস্থ হতে তাকে আরও ৫ থেকে ৬ মাস হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।