ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

আগের মতো ইলিশের দেখা মিলছে না পদ্মা-মেঘনায়

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১৮ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:৪৬ এএম, ১৮ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার

চাঁদপুরে পদ্মা-মেঘনায় আগের মতো দেখা মিলছে না ইলিশের। ভরা মৌসুমে জেলেদের জালে যেখানে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো, সেখানে এখন অনেকটা খালি জাল নিয়ে ফিরতে হচ্ছে জেলেদের। এমন পরিস্থিতিতে নদীর তলদেশের মাটি আর পানি নিয়ে গবেষণা শুরু করেছেন মৎস্য বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে নাব্যতা সঙ্কট ও নদী দূষণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। গভীর পানির মাছ ইলিশ, এ সময়ে স্রোতের বিপরীতে খাবারের সন্ধানে ছুটে আসে নদীতে। কিন্তু ভরা এ মৌসুমে পদ্মা-মেঘনায় জেলেদের জালে মিলছে না কাঙ্খিত ইলিশ। এতে নদী পাড়ের জেলে পরিবারগুলোতে বাড়ছে হাহাকার। আড়ৎদাররা বলছেন, গেলো বছর এসময়ে ঘাটে হাজার হাজার মন ইলিশ আসতো। এবছর অলস সময় পাড় করছেন তারা। নাব্যতা সঙ্কটে নদীতে ইলিশের দেখা না মিললেও পানি বাড়ার সাথে সাথে জালে ধরা পড়বে রূপালী ইলিশ, এমন আশার বানী শুনিয়েছেন এই মৎস কর্মকর্তা। তবে বুড়িগঙ্গার দূষিত পানি পদ্মায় মিশে যাওয়ায় নদীর তলদেশের মাটি নিয়ে এরইমধ্যে গবেষণা শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।