ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

মটোরোলা হ্যান্ডসেটের প্রি-অর্ডার রবিশপে

প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

মটোরোলার তিনটি নতুন মডেলের স্মার্টফোনের প্রি-অর্ডার নিচ্ছে রবিশপ। দেশের অন্যতম বৃহৎ এই মোবাইল অপারেটরটির ই-কমার্স সাইট রবিশপ ডট কম থেকে মটোরোলার এসব হ্যান্ডসেটের প্রি-অর্ডার করতে পারবেন আগ্রহী ক্রেতারা। মডেল তিনটি হলো মটো ই-ফোর প্লাস, মটো ই-ফাইভ এবং মটো ই-ফাইভ প্লাস।

মটো ই-ফোর প্লাস ১১ হাজার ৯৯০ টাকায়, মটো ই-ফাইভ ১৪ হাজার ৯৯০ টাকায় এবং মটো ই-ফাইভ প্লাস ১৯ হাজার ৯৯০ টাকায় কিনতে পারবেন গ্রাহকেরা। আকর্ষণীয় নতুন এই হ্যান্ডসেটগুলোতে থাকছে বড় ডিসপ্লের পাশাপাশি স্বল্প আলোতে আকর্ষণীয় ছবি তোলার প্রযুক্তি।

এছাড়া ব্যাটারি সক্ষমতা, দ্রততার সাথে কাজ করতে সক্ষম, আকর্ষণীয় লাউড স্পিকার ও মনোরম ডিজাইনে সাজানো হয়েছে ডিভাইসগুলো।

সবগুলো হ্যান্ডসেটের সাথে আকর্ষণীয় উপহার হিসেবে থাকছে মটোরোলা ব্যাগ,ক্যাপ, টি-শার্ট অথবা ব্লুটুথ স্পিকারের মধ্যে থেকে যেকোন একটি। ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধাসহ বিনাসুদে ছয় মাসের মাসিক কিস্তিতে কেনা যাবে এসব হ্যান্ডসেট। আর রবি’র পক্ষ থেকে থাকছে ৩০ দিন মেয়াদী ৪ জিবি ফ্রি ডেটা।  

এছাড়া এই হ্যান্ডসেটগুলোর যে কোন একটি কেনার ৯ মাসের মধ্যে ১০০ টাকার বেশি ডেটা প্যাক কিনলে ১০০ শতাংশ বোনাস ডেটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

//এস এইচ এস//