ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

নবাবগঞ্জে জামায়াতের ১০ নেতাকর্মী আটক 

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:৩৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় ঐক্যজোটের ও দিনাজপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ারুল ইসলাম ও নবাবগঞ্জ উপজেলা আমির আবুল কাশেমসহ ১০ জন নেতাকর্মীকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।      

হাকিমপুর থানা সুত্রে জানা গেছে, নাশকতার মামলায় দিনাজপুর জেলা জামায়াতের আমীর মো. আনওয়ারুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় হাকিমপুর উপজেলার হরিহরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।     

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দিনাজপুর জেলা জামায়াতের আমীর মাও. আনওয়ারুল ইসলামের বিরুদ্ধে নাশকতা মামলা থাকায় তাকে আটক করা হয়েছে।  

এদিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা কাজের প্রস্তুতি ও রাষ্ট্রদ্রোহি কাজের ষড়যন্ত্রের অপরাধে জামায়াত নেতাদের আটক করে পুলিশ।    

গতকাল সোমবার দিবাগত রাতে নবাবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীরসহ ১১ জন নেতাকর্মীকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।   

আটকৃতরা হল নবাবগঞ্জ উপজেলার জামায়াতের আমীর ও কুড়াহার গ্রামের ফজল উদ্দিনের পুত্র মাওলানা আবুল কাশেম, জামায়াত কর্মী শাল্টিমুরাদপুর গ্রামের নুরনবী, রামপুর বাজারের খলিলের পুত্র মশফিকুর রহমান, কামারপাড়া আব্দুর গফুরের পুত্র আব্দুর রাজ্জাক, আফতাবগঞ্জ বাজারের রিপন, সাজেদুর রহমান, মনিরুল, কামরুজ্জামান, শাহিন, মাহাবুবুর রহমান, রেহেনুর রহমান।   

এ ঘটনায় নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ফজলার রহামান বাদী হয়ে নাশকতা ও রাষ্ট্রদ্রোহি কাজের প্রস্তুতি নেওয়ার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলা নং-২৭। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

কেআই/এসি