না ফেরার দেশে রাজশাহীর আ.লীগ নেতা ভুলু
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত : ১১:৩০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
না ফেরার দেশে চলে গেলেন রাজশাহী আওয়ামী লীগের বর্ষীয়ান প্রবীণ নেতা, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহবুব জামান ভুলু।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি রাজিবুল ইসলাম বলেন, মাহবুব জামান ভুলু মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ইউএস বাংলার একটি বিমানে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পৌঁছান। বিমান অবতরণের পর পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে বিমানবন্দর দমকল বিভাগের একটি অ্যাম্বুলেন্সে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের হৃদরোগ বিভাগের ৩২ নম্বর ওয়ার্ডে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, মাহবুব জামান ভুলু চার বছর রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য। তিনি তার রাজনৈতিক জীবনে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছড়াও মাহবুব জামান ভুলু রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় বোর্ডের সদস্য এবং রাজশাহী জেলার চেয়ারম্যান ছিলেন।
এদিকে, মাহবুব জামান ভুলুর মৃত্যুর খবরে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজশাহীর রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
পৃথক শোক বার্তায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৪ আসনের সাংসদ সদস্য এনামুল হক, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নিঘাত পারভীন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
কেআই/এসি