ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

ছেলেদের ৩ হাজার মিটার স্টিপলচেজে স্বর্ণ জিতলেন কনসেসলাস কিপরুতো

প্রকাশিত : ১১:২০ এএম, ১৮ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:২০ এএম, ১৮ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার

ছেলেদের ৩ হাজার মিটার স্টিপলচেজে রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন কেনিয়ার কনসেসলাস কিপরুতো। প্রথম স্থানে যেতে তিনি সময় নিয়েছেন ৮ মিনিট ৩ দশমিক দুই আট সেকেন্ড। ১০০ মিটারের পর এবার মেয়েদের ২০০ মিটারের ¯িপ্রন্টের স্বর্ণ জিতলেন জ্যামাইকার অ্যাইলেন থম্পসন। আর মেয়েদের লং জাম্পে স্বর্ণ ও রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র। বার্তোলেতা তিয়ানা ৭ দশমিক এক সাত মিটারে স্বর্ণ জিতেন আর দ্বিতীয় স্থানে জায়গা করেছেন রেসে ব্রিটনি। পুরুষ ওয়েল্টার ৬৯ কেজি বক্সিংয়ে উজবেকিস্তানের শাখরাম গিয়াসভকে ৩-০ ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেন কাজাখস্তানের দানিইয়ার ইয়েলেউসিনভ। আর দ্বাদশ দিন শেষে ৩০ স্বর্ণ ও ৩২ রৌপ্যসহ মোট ৯৩টি পদক নিয়ে শীর্ষ স্থান ধরে রাখলো যুক্তরাষ্ট্র।