ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের ক্র্যাশ প্রোগ্রাম(ভিডিও)
প্রকাশিত : ১১:১৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ১১:৫২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
ডেঙ্গু প্রতিরোধ ও নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করর্পোরেশন। সচেতনতামূলক লিফলেট বিতরণ, বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করাসহ ক্র্যাশ প্রোগ্রাম রয়েছে কর্মসূচির আওতায়।
বাসা বাড়িতে টব, বালতি, পুরনো টায়ারে জমে থাকা স্বচ্ছ পানিতেই বংশ বিস্তার করে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা। রাজধানীতে এই মশার কামড়ে অসুস্থ হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অনেকে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, শুধুমাত্র আগস্ট মাসেই সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১৪ জন।
এদিকে, বিশেষ কর্মসূচির মাধ্যমে মশা নিধনে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করা ও লিফলেট বিতরণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কাজ চলছে বলে জানালেন প্যানেল মেয়র।
আর দক্ষিণ সিটি করর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে এডিস মশা নিধনে কাজ করছে ৫৭টি দল।
মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন ব্যাপক কার্যক্রম হাতে নিলেও নগরবাসীকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।