সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা অনুদান
প্রকাশিত : ০১:১০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০১:৫৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি ৫ কোটি টাকা দিয়ে এ কল্যাণ ট্রাস্ট্রের যাত্রা শুরু করেছিলেন।
আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ভাতা/অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শেখ হাসিনা বলেন, আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এই ফান্ডে আমি কিছু টাকা দিয়েছিলাম। পত্রিকার মালিকরা এই ফান্ডে কোনো টাকা দেননি। মাত্র দুজন মিডিয়া মালিক ফান্ডে সহায়তা করেন। সেখানে এখন ১৪ কোটি টাকা আছে। আমি আরও ১০ কোটি টাকা দেবো। এসময় সংবাদমাধ্যম মালিকদের কল্যাণ ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে মঞ্চ থেকে সাংবাদিকরা এই অনুদান আরও বাড়ানোর জন্য তাঁকে অনুরোধ করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, আমি এই ফান্ড গঠন করেছি। গণমাধ্যম মালিকরা এখনও এতে হাত বাড়াচ্ছেন না। আনোয়ার হোসেন মঞ্জু কিছু সহায়তা দিয়েছেন। মাছরাঙ্গা টেলিভিশনের মালিক কিছুটা সহায়তা করেছেন। আমি সব টেলিভিশন ও পত্রিকার মালিকদের এই ফান্ডে অনুদান দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে বলেন, প্রয়োজনে আমি আরও সহায়তা দেবো। এসময় ফের ২০ কোটি টাকা অনুদান দেওয়ার দাবি করেন সাংবাদিকরা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে ২০ কোটি টাকা-ই দেবো।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সার্বিক উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি, এটি আমার একটা দায়িত্ব। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা তা করছি।
শেখ হাসিনা বলেন, আমরা সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী। আমরা এত উন্নয়ন করার পরও অনেকেই নানাভাবে সমালোচনা করেন। আমরা সংবাদপত্র বা মিডিয়ার কাউকে মুখ বা গলা চেপে ধরিনি। এ কথা কেউ বলতে পারবে না।
তিনি বলেন, ‘শুধু সাংবাদিক নয়, সব পেশাজীবী মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি, এটা আমার দায়িত্ব ও কর্তব্য। কারণ, বঙ্গবন্ধুও সারাজীবন শুধু মানুষের জন্য কাজ করে গেছেন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী এমপি প্রমুখ।
/ এআর /