ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৮ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৫১ পিএম, ১৮ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। বৃহস্পতিবার গণভবনে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। সেসময় প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি কলেজ গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এছাড়া হাওর-বাওরের মতো দুর্যোগপ্রবণ এলাকায় স্বাক্ষরতার হার বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবাসিক ব্যবস্থা চালু করারও আশ্বাস দেন তিনি। এবছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ছেলেদের চেয়ে চেয়ে এগিয়েছে মেয়ে শিক্ষার্থীরা। পাশের হার থেকে শুরু করে অংশগ্রহন প্রায় প্রতিটি মাপদন্ডেই তারা এগিয়ে। সার্বিকভাবে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। গেল বছর সেই পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৮৯৪ জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন। সেই হিসাবে এবার উচ্চ মাধ্যমিকে পাসের হার বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ পয়েন্ট। পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ১৫ হাজার ৩৮২ জন। তবে ছেলেদের তুলনায় মেয়েদের ফলাফল ভালো করায় পিছিয়ে থাকাদের এগিয়ে আসতে অভিভাবকদের নজর দেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী। উপস্থিত বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাও নিশ্চিত করেন এবারের ফলাফল অন্যান্য সময়ের চেয়ে ভালো হয়েছে। একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫ থেকে কমে ২৫ এ দাঁড়িয়েছে। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। সুনামগঞ্জ ও কক্সবাজারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানকার কয়েকজনের সাথে শুভেচ্ছাও বিনিময় করেন প্রধানমন্ত্রী।